মেহেরপুর পৌরসভার স্থগিত হওয়া দুই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু


প্রকাশিত: ০৩:২৮ এএম, ০৮ মে ২০১৭

মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষে পুলিশের পাশপাশি র‌্যাব ও বিজিবি কাজ করছে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালটপেপার ছিনতায়ের অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্র দুটির ভোটগ্রহণ স্থগিত করেন দুই প্রিসাইডিং অফিসার।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।