সরকার জনগণকে ভয় পায় : নোমান


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০৮ মে ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার জনগণকে ভয় পায়। তাই দেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না।

সোমবার দুপুরে জামালপুরের রাণী কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোমান আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সংসদে বলেছেন- বিগত নির্বাচনে পাশে থেকে সহযোগিতা করে নির্বাচিত করেছি, এবার আমি পাশে থাকতে পারবো না, জনপ্রিয়তা-যোগ্যতা দিয়ে নিজেদের পথ খুঁজে নিতে হবে। প্রধানমন্ত্রীর এ কথায় বোঝা যায় তিনি উপলব্ধি করতে পেরেছেন স্বৈরশাসন বেশি দিন স্থায়ী হয় না। ইতিপূর্বে ইয়াহিয়া, আইয়ুব খান, এরশাদ দমন-পীড়ন চালিয়েও ক্ষমতায় স্থায়ী হতে পারেনি।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, এ এস এম আব্দুল হালিম, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদু আক্তার রিতা প্রমুখ।

শুভ্র মেহেদী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।