লামায় ভগ্নিপতির হাতে যুবক খুন


প্রকাশিত: ০৭:২১ এএম, ১১ মে ২০১৭

বান্দরবানের লামা উপজেলায় পারিবারিক শত্রুতার জের ধরে ভগ্নিপতির হাতে সাচিংমং মার্মা (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি ফাদু বাগান পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক বছর আগে মংহ্লাথোয়াই মার্মার সঙ্গে একই গ্রামের বাসিন্দা থুই মা প্রু মার্মার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মংহ্লাথোয়াই থুই মা প্রুকে মারধর করত । নির্যাতন সইতে না পেরে একপর্যায়ে বাপের বাড়ি চলে আসে থুই মা প্রু। পরে উভয়পক্ষের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হওয়ার পর থুই মা প্রু মারমার ভাই সাচিমং মার্মা গত মাসে অন্যজনের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেয়। পরে বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি থুই মা প্রুর সাবেক স্বামী মংহ্লাথোয়াই।

পরে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মংহ্লাথোয়াই মার্মাসহ আরও ৪-৫ জন সংঘবদ্ধ হয়ে সাচিংমং মার্মাকে বাড়ির আঙ্গিনায় দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সাচিংমংয়ের মৃত্যু হয় ।

নিহত সাচিংমং মার্মা ফাদু বাগান পাড়ার বাসিন্দা মৃত নিউহ্লামং মার্মার ছেলে। অভিযুক্ত মংহ্লাথোয়াই একই পাড়ার বাসিন্দা ক্যচাচিং মার্মার ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ফাদু বাগান পাড়ার বাসিন্দা উচামু মার্মার ছেলে চুথোয়াই উ মার্মাকে (২৪) আটক করেছে পুলিশ।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে পুলিশ তৎপর রয়েছে।

সৈকত দাশ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।