জামালপুরে জাল টাকা ও মাদকসহ গ্রেফতার ৯


প্রকাশিত: ১১:২০ এএম, ১১ মে ২০১৭

জামালপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে জাল টাকা ও মাদকদ্রব্যসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সদরের মেষ্টা ইউনিয়নের হাসিল বটতলা এলাকায় জাল টাকাসহ সাতজন এবং ইসলামপুর উপজেলা থেকে মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন দুপুরে দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদরের মেষ্টা ইউনিয়নের হাসিল বটতলা তিন রাস্তার মোড় থেকে ৫১ হাজার জাল টাকাসহ মো. রুবেল মিয়া (২৫), উজ্জল মিয়া (২৫), মো. জলিল মিয়া (৩০), শাহজাহান আলী (২৪), খোরশেদ আলী (৩৫), জামাল উদ্দিন (২৫) এবং ময়না মিয়াসহ (৩৩) সাতজনকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন গ্রাম এলাকায় গরু-ছাগলের হাটে জাল টাকা দিয়ে পশু ক্রয়ের নামে প্রতারণা করে আসছিল।

অপরদিকে বৃহস্পতিবার ভোরে ইসলামপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে সুমন ওরফে ফকির (২৯) এবং লেলিন হোসেন (৩৭) নামে দুইজনকে ৩০ গ্রাম হেরোইন এবং ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মাদক দ্রব্য আইনের মামলা রয়েছে বলেও জানান তিনি।

শুভ্র মেহেদী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।