গুরুদাসপুরে পৌরমেয়রসহ ২৬৭ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৬:১৪ এএম, ১২ মে ২০১৭

নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৌরমেয়র শাহনেওয়াজ মোল্লাসহ ২৬৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার সকালে এসআই সাইদুজ্জামান বাদী হয়ে ৬৭ জনের নাম উল্লে­খ ও আরও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গতকাল বেলা ১১টার দিকে শাহনেওয়াজ আলী মোল্লা তার কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এসময় পুলিশের এএসআই সাইদুজ্জামান বাধা প্রদান করলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।