জয়পুরহাটে হুন্ডি ব্যবসায়ী আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে পাচারের সময় হুন্ডির ১২ লাখ টাকাসহ উজ্জল সরদার (৩৫) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে দিকে তাকে আটক করা হয়। এ সময় ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
আটক উজ্জল সরদার উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মানের ছেলে।
জয়পুরহাট বিজিবি-২০ এর অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধূরী জানান, বিকেলে আটাপাড়া সীমান্তের ২৮৪/০৬ পিলার এলাকা দিয়ে হুন্ডির টাকা পাচারের সময় হুন্ডির টাকাসহ উজ্জলকে আটক করা হয়। এ সময় অন্য একজন একটি পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হিরোইন ফেলে পালিয়ে যায়। পরে আটক উজ্জলকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।
রাশেদুজ্জামান/আরএআর/পিআর