পাঁচবিবিতে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৩ মে ২০১৭

‘আমার স্বাস্থ্য, আমার উন্নতির সোপান’ এই স্লাগানে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বিষয়ে সচেতন করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে দিনব্যাপী পাঁচবিবি পৌর পার্কে সূর্যের `হাসি ক্লিনিক` ও `স্বর্নিভর বাংলাদেশ` এর যৌথ উদ্যোগে এ মেলায় সহস্রাধিক নারী পুরুষ ও শিশু রোগীকে বিনামূল্যে নানা ধরনের রোগের চিকিৎসা দেয়া হয়।

স্বাস্থ্য মেলা উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুক, উপজেলা চেয়ারম্যান মোস্তফিজুর রহমান, সূর্যের হাসির ক্লিনিক ম্যানেজার আব্দুস সালাম, স্বনির্ভর বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার একেএম জাহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে মেলা উপলক্ষ্যে একটি স্বাস্থ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্যের উপর রচিত পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাশেদুজ্জামান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।