কুড়িগ্রামে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৫ মে ২০১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমর নদী থেকে সোহান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহান উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের জাইদুল ইসলাম বাদশার ছেলে এবং দিয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আলম হোসেনের ছেলে স্বপনের (৩০) সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের গোলাপ উদ্দিনের মেয়ে ফাহিমা বেগমের (২০) তিন বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি সন্তান রয়েছে। মাসখানেক আগে পারিবারিক কলহে ফাহিমা রাগ করে বাবার বাড়ি চলে আসে। শনিবার রাতে ফাহিমার স্বামী স্বপন তার ছোট ভাই জয়নাল (২২) ও তার বন্ধু একই এলাকার সামছুল হকের ছেলে ছোট স্বপন (২২) ও সোহানকে নিয়ে ফাহিমাকে আনতে যায়। সেখানে পরিবারের লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। হট্টগোলের এক পর্যায়ে পরিবারের লোকজন গরু চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদেরকে মারধর করে। এসময় জয়নাল ও ছোট স্বপনকে ধরে পুলিশে সোর্পদ করে। কিন্তু সোহান ও ফাহিমার স্বামী স্বপন পালিয়ে যায়। এরপর থেকে দুইজনই নিখোঁজ ছিল। পরে সোমবার সকালে এলাকাবাসী নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পন্ডিত জানান, ফাহিমার বাবা তাদের বাড়িতে হামলার অভিযোগে রোববার একটি মামলার দায়ের করেন। আজকে মরদেহ উদ্ধারের বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নাজমুল হোসাইন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।