গোবিন্দগঞ্জে ঘরচাপায় যুবক নিহত


প্রকাশিত: ০২:২১ এএম, ১৬ মে ২০১৭
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে মজিবুর রহমান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মজিবুর রহমান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানান, সোমবার রাতে প্রচণ্ড ঝড়ের সময় ঘরে শুয়ে ছিলেন মজিবুর। এসময় হঠাৎ টিনের চালসহ পুরো ঘরটি ভেঙে পড়ে মজিবুরের ওপর। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।