নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
জামালপুরে নিখোঁজের ৫ দিন পর এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মানিকেরচর এলাকা থেকে মাওলানা আব্দুল হক নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাওলানা আব্দুল হক সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মহিশুরা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
নিহতের শ্যালক গোলাম রব্বানী জানান, জামালপুর শহরের সকাল বাজার এলাকার আরাফাত এন্টারপ্রাইজের মালিক ও আরব-বাংলাদেশ হজ্ব এজেন্সির স্থানীয় প্রতিনিধি মাওলানা আব্দুল হক ১১ লাখ টাকা নিয়ে ব্যবসায়ীক কাজে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইটাইল ইউনিয়নের খলিলের মোড় এলাকায় যান।
এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে শনিবার তার স্ত্রী মরিয়ম বেগম জামালপুর থানায় একটি জিডি করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সদরের ইটাইল ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মানিকের চর এলাকায় সিমেন্টর খুটির সঙ্গে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতন্দন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শুভ্র মেহেদী/এফএ/পিআর