নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন


প্রকাশিত: ০২:৪৬ এএম, ০৭ মে ২০১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া এ অগ্নিকাণ্ডে আশেপাশের কয়েকটি বসত ঘরও ক্ষতিগ্রস্থ হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ক্যানেল পাড় এলাকাতে হামিদুর রহমান ও মামুনের ঝুটের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে আগুনে তাদের কয়েকটি ঝুটের গোডাউন পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন ছাড়াও আশেপাশের কয়েকটি বসত ঘরও ক্ষতিগ্রস্থ হয়।
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামুন জানিয়েছেন, আগুনে তার এবং অন্য ঝুটের গোডাউনে অনেক ঝুট পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজউদ্দিন জানান, তাদের দুটি ইউনিট প্রায় ১ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে, তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।  
 
মো.শাহাদাৎ হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।