মাদক বিক্রি না করার শপথ নিল ৩০ ব্যবসায়ী
চাঁদপুরে মাদক বিক্রি না করার শপথ নিয়েছেন ৩০ জন ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম চাঁদপুর পুরান বাজার মধুসূদন হাই স্কুল মাঠে মাদক এক বিশাল সমাবেশে তাদের এ শপথ বাক্য পাঠ করান।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও পুরানবাজারস্থ কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ ও চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা আলহাজ জাহাঙ্গির আখন্দ সেলিম।
এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ অলি, চেম্বার সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক সালাউদ্দিন মো. বাবর, চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রহমান দোলন, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াসসহ অনেকে।
এর আগে বিকেল ৪টায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
ইকরাম চৌধুরী/ এমএএস/আরআইপি