ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২৪ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৭ মে ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর গুলিবিদ্ধ ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (৩০) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কুমিল্লার তিতাস উপজেলার কদমতলী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

হেলাল উদ্দিন জাগো নিউজকে জানান, সকালে ব্যাগে করে টাকা নিয়ে তিনি ও তার চাচা রফিকুল ইসলাম রিকশায় করে রাজধানীর যাত্রাবাড়ীতে আসছিলেন। সকাল পৌনে ১০টার দিকে তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তুষারধারা এলাকায় পৌঁছলে তিনটি মোটর সাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত তাদের রিকশার গতিরোধ করেন। এসময় দুর্বৃত্তরা তার পেটে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যান।

গুলিবিদ্ধ যুবকের ভাবি নার্গিস আক্তার জাগো নিউজকে জানান, তার স্বামী বাবুল আহমেদ সৌদি প্রবাসী। তাদের গ্রামের বাড়ির জমি বিক্রির সাড়ে ২৪ লাখ টাকা ওই ব্যাগে ছিল। সেই টাকা নিয়ে যাত্রাবাড়ী ইসলামী ব্যাংক শাখায় তার স্বামীর অ্যাকাউন্টে টাকা দিতে তার দেবর হেলাল যাচ্ছিলেন। দুর্বৃত্তরা গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। পরে তার চাচা রফিকুল ইসলাম হেলালকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

তিনি আরো জানান, রাজধানীর গুলিস্তানে সিয়াম এন্টারপ্রাইজ নামে একটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে। আর এই দোকান দেখাশোনা করেন তার দেবর।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জাগো নিউজকে জানান, হেলাল উদ্দিনের পেটের বাম পাশে একটি গুলি লেগেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং গুলিবিদ্ধ ব্যবসায়ীর খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের একজন অফিসার গিয়েছেন এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।