শরীয়তপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা


প্রকাশিত: ১১:০৬ এএম, ১৮ মে ২০১৭

শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার নওপাড়া, চরাত্রা ও কাঁচিকাটা ইউনিয়নের ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ১৮০টি পরিবারকে সাহায্য প্রদান করেছেন ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জেলার দুর্গম এলাকাগুলো ট্রলার দিয়ে ঘুরে ১৮০ পরিবারকে এ সাহায্য দেন। প্রতি পরিবারকে নগত ২ হাজার টাকা ও প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।

এ সময় এ কে এম এনামুল হক শামীম বলেন, চরাত্রা, নওপাড়া ও কাঁচিকাটা এলাকায় গত ১৫ মে প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে এসব এলাকার মানুষের বাড়িঘর ভেঙে গেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে সামান্য সাহায্য দিতে পেরে আমি আনন্দিত।

এ সময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, সখিপুর থানা আওয়মী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, ধানকাঠি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সদস্য আসাদুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বেসরকারি সংস্থা এসডিএসসহ বিভিন্ন এনজিও সরকারি-বেসরকারি সংস্থা ঝড়ে কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য প্রদান করেছেন।

মো. ছগির হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।