সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৭ মে ২০১৫

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ক্যানেলপাড় এলাকায় বুধবার দিবগত রাত ১০টায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।

রাত দেড়টায় ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জালকুড়ি ক্যানেল পাড় এলাকার হামিদুর ও মামুন নামের দুই ব্যক্তির মালিকানাধীন ঝুটের গোডাউনে আকস্মিকভাবে অগ্নিকাণ্ড হয়। তা মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন প্রথমে ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে পানির স্থান দূরে হওয়ায় আগুন নেভাতে সময় লাগে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জাননে।

একটানা সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আশপাশের কয়েকটি বসত ঘরেও আগুন ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজউদ্দিন জাগো নিউজকে জানান, ক্ষতিগ্রস্থ গোডাউনে বিদ্যুৎ সংযোগ নেই। তাই ধারণা করা হচ্ছে সিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মমতাজ উদ্দিনের। তবে মালিকপক্ষের দাবি আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হোসেন চিশতী সিপলু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।