জেল থেকে বের হয়ে মেয়ের বাবাকে কুপিয়ে জখম


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৮ মে ২০১৭

বাগেরহাটের চিতলমারীতে ইভজিটিংয়ের দায়ে জেল খেটে জামিনে মুক্ত হয়ে মেয়ের বাবাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মজিবর শেখ (২৮) নামের এক বখাটে।

বৃহস্পতিবার সকাল ১০টায় চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় এ হামলা হয়। গুরুতর আহত অবস্থায় মো. দবির উদ্দিন শেখকে (৬০) স্থানীয়রা উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তির করে। পরে তার অবস্থার অবনতি হলে বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার বখাটে যুবক মজিবর শেখ একই এলাকার দবির উদ্দিন শেখের কলেজ পড়ুয়া কন্যাকে উত্ত্যক্ত করতো।

গত ১৭ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত ওই বখাটে যুবক মজিবরকে আটক করে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। মজিবর একমাস জেলে খেটে মঙ্গলবার বিকেলে জামিনে মুক্ত হয়।

পরে এলাকায় এসে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বাবা দবির শেখকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত দবির শেখকে প্রথমে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে চিতলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, ঘটনার সঙ্গে জড়িত মজিবরকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শওকত আলী বাবু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।