চরাঞ্চলে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২০ মে ২০১৭

গাইবান্ধা সদর উপজেলা থেকে চরাঞ্চলে ডাকাতির মূলহোতা মো. জামাল নামের এক ডাকাতকে দেশীয় একটি পাইপগান ও আটটি কার্তুজসহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে অস্ত্র বেচাকেনার সময় কামারজানী ইউনিয়ন পরিষদের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় দেশীয় একটি পাইপগান ও আটটি কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের জেলা গোয়েন্দা শাখায় সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

জামালের বাড়ি মোল্লারচর ইউনিয়নের বাজে চিথুলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের সমশের আলীর ছেলে।

জেলা ডিবি পুলিশের (নিরস্ত্র) এসআই প্রতাপ কুমার সিংহ বলেন, জামালের নেতৃত্বে চরাঞ্চলগুলোতে ডাকাতির ঘটনা ঘটত। তার বিরুদ্ধে অনেকগুলো ডাকাতির অভিযোগ আছে। কিন্তু ভয়ে কোনো ব্যক্তি মামলা করার সাহস পেত না। তার নামে চারটি মামলা রয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।