কচুয়ায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২০ মে ২০১৭
প্রতীকী ছবি

বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নে লিটন হালদার (২৫) নামের এক মৎস্যচাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে একটি মাছের ঘের থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শুক্রবার রাতে পশ্চিম পিপুলজুড়ি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত লিটন হালদার ওই গ্রামের নারায়ণচন্দ্র হালদারের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাবিরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯টার দিকে লিটন হালদার বাড়ি থেকে বেরিয়ে তার নিজস্ব মাছের ঘের দেখতে যান। রাত ১১টার দিকে প্রতিবেশী এক মৎস্যচাষি ঘেরের মধ্যে লিটনের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় প্রতিবেশী ও লিটনের বাড়ির লোকজন গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তার মাথায় ধারালো অস্ত্রের অন্তত তিনটি কোপের চিহ্ন রয়েছে বলে ওসি জানান। তবে কী কারণে এবং কারা লিটনকে হত্যা করেছে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

ওসি কাবিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে।

শওকত আলী বাবু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।