সাদুল্লাপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরে ডুবে আহাদ মিয়া (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহাদ মিয়া ওই গ্রামের আতোয়ার রহমানের ছেলে।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজানুর রহমান বাবু জানান, দুপুরে গ্রামের অন্যান্য ছেলেদের সঙ্গে আহাদ পুকুরে গোসল করছিল। পরে হঠাৎ করে সে পানিতে তলিয়ে যায়।
অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে উদ্ধার করা হয়। পরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন।
এএম/জেআইএম