মঠবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
পিরোজপুরের মঠবাড়িয়ায় নাসরিন আক্তার (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রাম থেকে রোববার দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাসরিন শুঁটকি ব্যবসায়ী মাসুম বিল্লাহর স্ত্রী এবং ওই গ্রামের দিন মজুর ইলিয়াস হাওলাদারের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাসরিনের সঙ্গে প্রায় এক বছর পূর্বে ঢাকায় বসবাসরত শুঁটকি ব্যবসায়ী মাসুম বিল্লাহর বিয়ে হয়। বিয়ের পর নাসরিন ঢাকায় স্বামীর সঙ্গে থাকতো।
নাসরিনের বাবা ইলিয়াস হাওলাদার বলেন, আমার মেয়ে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সে প্রায়ই ঢাকা থেকে রাগ করে একা একা বাড়ি চলে আসতো। পরে জামাই এসে বুঝিয়ে নিয়ে যেত। গত ১২ দিন আগে নাসরিন ঢাকা থেকে একা বাড়িতে আসে। রোববার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের আড়ার সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে নাসরিন আত্মহত্যার চেষ্টা করে। পরে ছোট বোন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে ওড়না কেটে নাসরিনকে নিচে নামিয়ে স্থানীয় চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন জানান, এ ঘটনায় থানায় অপমৃতু মামলা দায়ের করা হয়েছে।
হাসান মামুন/আরএআর/আরআইপি