পিরোজপুরে ৪ জেলেকে জরিমানা


প্রকাশিত: ১১:৪০ এএম, ২২ মে ২০১৭

পিরোজপুরের কাউখালী উপজেলার কালীগঙ্গা নদীতে বাঁধা ও বেড় জাল দিয়ে পোনা আহরণের দায়ে চার জেলেকে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫(১) ধারায় চার জেলেকে এ জরিমানা করেন।

এরা হলেন- মামুন শেখ (৩৫), মো. সাইদুল (৩০), ফিরোজ (২০) ও মো. আজিম (৩৮)। এদের বাড়ি কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামে।

স্বরূপকাঠী নৌ-পুলিশের ফাঁড়ি ইনচার্জ মো. আসাদুজ্জামান হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে কাউখালীর ধাবরী এলাকার কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে চার জেলেসহ চার হাজার মিটার বেড় জাল, বাঁধা জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা সাহার উপস্থিতিতে উপজেলা পরিষদের মাঠ সংলগ্ন জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ২০ কেজি ছোট মাছ স্থানীয় গরিবদের মাঝে বিতরণ করা হয়।

হাসান মামুন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।