বান্দরবানে লোকসংগীত ও নৃত্যানুষ্ঠানের আসর


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২২ মে ২০১৭

বান্দরবান পার্বত্য জেলার সুপ্রাচীন ও বৈচিত্র্যময় আদি সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার উদ্দেশ্যে লোকসংগীত, লোকনৃত্যানুষ্ঠান, পিঠা মেলা ও বরেণ্যে লোকশিল্পীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলানায়তনে এ অনুষ্ঠান হয়। এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংইয়ংম্রো। এ সময় জেলার ৫ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় মারমা, চাকমা, বম, খুমি, লুসাইসহ ১১টি নৃগোষ্ঠীর নৃত্য ও গান পরিবেশন করা হয়। সুরের তালে তালে নৃত্যর সৌন্দর্য্য উপভোগ করতে অনুষ্ঠানস্থলে ভিড় জমান শত শত নারী-পুরুষ।

সৈকত দাশ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।