নাটোরে কালচারাল অফিসারের ওপর হামলা, আটক ২


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২২ মে ২০১৭

নাটোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শাহাদৎ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে ৫/৭জন যুবকের মধ্যে একজন নিজেকে র্যা ব সদস্য পরিচয় দিয়ে একাডেমিতে ভর্তির বিষয়ে শাহাদৎ হোসেনের সঙ্গে আলাপ করেন। কথা বলা শেষে তারা অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাথারি মারপিট করে। তার  চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় এলাকাবাসী এবং একাডেমির লোকজন দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলার বিষয়ে আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় মামলা হলে আটক যুবকসহ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।