ম্যাজিস্ট্রেটের বাসায় চুরি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসেনের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। পৌর শহরের তুষখালী সড়কের ইউনুচ প্লাজার তৃতীয় তলায় বিচারকের ভাড়া বাসার মূল দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এ সময় বাসায় কেউ ছিলেন না। বিচারক ছুটিতে থাকায় তার বাসায় কী মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, বিচারকের বাসায় চুরির ঘটনায় বাড়ির কেয়ারটেকার মজিবর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।
মঠবাড়িয়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।
হাসান মামুন/এএম/এমএস