বাঘের সাদৃশ্য ৪টি শাবক উদ্ধার


প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৯ মে ২০১৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে বিরল প্রজাতির বাঘের সাদৃশ্য চারটি শাবক উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার টিকরকান্দি গ্রামের লিটন মিয়ার ধানক্ষেত থেকে এসব শাবক উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার দুপুরে বকশীগঞ্জের পৌর এলাকার টিকরকান্দি গ্রামের লিটন মিয়ার ক্ষেতে ধান কাটার সময় বাঘ সাদৃশ্য চারটি শাবক দেখতে পান ধানকাটা শ্রমিকরা। পরে শাবকগুলো উদ্ধার করে লিটন মিয়া তার বাড়িতে নিয়ে আসেন। বাঘ সাদৃশ্য শাবকগুলোর বয়স কয়েক দিনের হলেও দেখতে বাঘের মতই মুখ, চামড়া ডোরা কাটা হলুদ, কালচে রং এবং খুবই হিংস্র প্রকৃতির।

স্থানীয় এলাকাসীর ধারণা, সীমান্তবর্তী গারো পাহাড় থেকে নেমে লোকালয়ে বিচরণ করতে বাঘের ন্যায় বাঘদাস নামে বিরল প্রজাতির প্রাণি বাচ্চা প্রসব করে গেছে। এদিকে বাঘের সাদৃশ্য শাবক উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিরল প্রজাতির প্রাণিটি একনজর দেখতে এলাকার শত শত উৎসুক মানুষ লিটন মিয়ার বাড়িতে ভিড় করছেন।

এ ব্যাপারে লিটন মিয়া জানান, বাঘের ন্যায় শাবক প্রাণিগুলো উদ্ধার করে তিনি অনেকটাই বিপাকে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত খোঁজ নেয়া হয়নি বলেও জানান তিনি।

শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।