জয়পুরহাটে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা


প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৪ মে ২০১৭

জয়পুরহাটে শিক্ষার গুণগত মানোন্নয়নে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা শিক্ষা অফিস এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালা উপলক্ষে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোকাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইব্রাহীম খলিলুল্লাহ, জয়পুরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার তাহের আলী, মঙ্গলবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন, জয়পুরহাট সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন, জয়পুরহাট সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

শিক্ষার গুণগত মানোন্নয়নে আকর্ষনীয় পাঠদানসহ শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের উপরে বক্তরা গুরুত্বরোপ করেন।

রাশেদুজ্জামান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।