ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা
ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে বিএনপির এক সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, পৌর মেয়র ও কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন প্রমুখ।
পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা বিএনপির সভাপতি পদে তৈমুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফয়সল আমিনের নাম ঘোষণা করেন।
রিপন/এমএএস/পিআর