পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২


প্রকাশিত: ০৯:২১ এএম, ১০ মে ২০১৫

পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের ভাণ্ডারিয়ার চরখালি হেতালিয়া ফকির বাড়ির সমানে এক সড়ক দুর্ঘটনায় নাঈম (৩০) বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। নিহত নাঈমের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামে। গুরুতর আহতদের মধ্যে তিন জনকে ভাণ্ডারিয়া হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার সকাল ৮টায় মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা এবটি যাত্রীবাহী বাস পিরোজপুরের উদ্দেশ্যে ফেরি ধরার জন্য দ্রুত গতিতে চালালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি রেন্ট্রি গাছে থাক্কা খেয়ে খাদে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নাঈম মারা যান।

দুর্ঘটনায় বাসের ১২ যাত্রী আহত হন। তাদের মধ্যে বাসের হেলপার আশিককে প্রথমে ভাণ্ডারিয়া পরে বরিশাল পাঠানো হয়। এছাড়া আমির হোসেন নামের এক যাত্রী ভাণ্ডারিয়া হাসপাতালে ভর্তি হন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বাসের যাত্রীরা জানান, চরখালী ফেরি ধরার জন্য বাসের ড্রাইভার দ্রুত গতিতে বাসটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, মঠবাড়িয়ার ইউএনও মো. আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সরোয়ার শেখ জাগো নিউজকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জনের মুত্যু হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভাণ্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৭/৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হাসান মামুন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।