নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় সাবেক ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন (৪৬) নিহত হয়েছেন। এ সময় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩ মে অনুষ্ঠিত পেড়লী ইউনিয়ন পরিষদের নির্বাচনে পেড়লী গ্রামের বর্তমান চেয়ারমান আনিচুর রহমান বাবু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেনের পক্ষে কাজ করেন।
গ্রামের অপর একটি পক্ষের নেতা সাবেক ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যার পক্ষে কাজ করেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যা জয়লাভ করেন এবং নৌকা সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেরে যান।
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুই পক্ষ ঢাল সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মোফাজ্জেল মারা যান।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গণি মিয়া বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাফিজুল নিলু/এএম/জেআইএম