মাদারীপুরেও আজ থেকে রোজা রাখছেন ২০ গ্রামের মানুষ


প্রকাশিত: ০৩:০৭ এএম, ২৭ মে ২০১৭
ফাইল ছবি

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ আজ শনিবার থেকে রোজা রাখছেন। তারা হযরত সুরেশ্বরী (রা.) এর ভক্ত ও অনুসারী।

শুক্রবার রাতে সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সুফি সৈয়দ নূরে আক্তার হোসাইন এ বিষয়টি নিশ্চিত করেন।

সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর জানান, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির হিসাব ও  সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে আজ শনিবার ঐসব দেশে প্রথম রোজা পালিত হচ্ছে। এজন্য শুক্রবার রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হয়।

মাদারীপুর সদর উপজেলার পাঁচ খোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা,বাহেরচর, কাতলা, তাল্লুক, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর, কয়ারিয়া গ্রামের প্রায় ৩০ হাজার লোক একদিন আগ থেকে রোজা রাখছেন বলে জানা যায়।

সুরেশ্বর পীরের ভক্তদের মতে, ইসলাম ধর্মের সবকিছুই মক্কা শরীফ হয়ে বাংলাদেশে এসেছে। তাছাড়া মক্কা শরীফ থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র ৩ ঘণ্টা। তাই মক্কাবাসী যেদিন রোজা রাখেন তারাও সেদিন থেকে রোজা করে থাকেন। তারা মনে করেন, ৩ ঘণ্টা সময়ের পার্থক্যের জন্য ২৪ ঘণ্টা পার্থক্য মানা যুক্তিযুক্ত নয়।

উল্লেখ্য, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর অনুসারীরা ১৪৬ বৎসর পূর্ব থেকে সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ-উল-ফিতর ও ঈদ উল আযহা পালন করে আসছেন।

এদিকে চাঁদপুরেও হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার ৪০টি গ্রামের লক্ষাধিক মুসল্লি আজ শনিবার থেকে রোজা পালন করছেন।

এ কে এম নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।