না.গঞ্জে গার্মেন্টসকর্মী খুন : একজনের স্বীকারোক্তি


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৮ মে ২০১৭

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে গার্মেন্টসকর্মী হারুনুর রশিদকে ছুরিকাঘাত করে হত্যা করার ঘটনায় দায়ের করা মামলা গ্রেফতার ছিনতাইকারী মশিউর রহমান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

টাকার প্রয়োজনে চার ছিনতাইকারী পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে আদালতকে তিনি এ কথা জানান।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আশেক ইমামের আদালতে এ জবানবন্দি দেয় ছিনতাইকারী মশিউর রহমান। গ্রেফতার মশিউর রহমান শহরের দেওভোগের ৭৮ নং এমএম রোডের মোহন চৌধুরীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) টুটুল মোল্লা জানান, গত ১৫ মার্চ রাত ২টায় কাজ শেষে রিকশাযোগে বাড়ি ফেরার পথে গার্মেন্টসকর্মী হারুনুর রশিদকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া ডিবি পুলিশকে। ঘটনার তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করা হয়। আর ছিনতাইকারী মশিউরকে গ্রেফতার করা হয় এবং তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।