বড়াইগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ৩০ মে ২০১৭

নাটোরের বড়াইগ্রাম থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোবারক হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারকোল মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোবারক হোসেন একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও পারকোল উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

র‌্যাব-১৩ এর এএসপি আলমগীর হোসেন এলিন জানান, গ্রেফতার মোবারক হোসেন রংপুরের সন্ত্রাস দমন আইনের মামলার এজাহারভুক্ত আসামি। সে নাটোরের বড়াইগ্রামের পারকোল এলাকায় তার বাড়িতে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারকোল এলাকায় তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

এ সময় বাড়িতে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রংপুরের র‌্যাব-১৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।