ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত


প্রকাশিত: ০৫:২০ এএম, ১২ মে ২০১৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এসময় আরো ৩ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালক হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার দেবপাড়া গ্রামের মো. তালেব মিয়ার ছেলে মো. খছরু মিয়া (২২)। তাছাড়া গুরুতর আহত ভুলন দেব, হিরণ দেব, প্রাণকৃষ্ণকে মূমুর্ষূ অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
পুলিশ জানায়, ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯০১৯) সিলেটগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো -গ ১২-৭৩৮১) সঙ্গে মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক নিহত হন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।