জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে ফাঁসি ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম (৪৬) আক্কেলপুর উপজেলার দুলালী গ্রামের রমজান আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩০ অক্টোবর রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দুলালী গ্রামের নজরুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের নাজমাকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘাতক নজরুল মৃতদেহ বাড়ির পাশে ধানক্ষেতে ফেলে দেয়।
এ ঘটনার পরদিন ৩১ অক্টোবর নাজমার বড় ভাই আজিজার বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতে অভিযোগপত্র দাখিলের পর থেকে দীর্ঘ শুনানি শেষে বিচারক এ মামলার এ রায় ঘোষণা করেন।
এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী অ্যাড. একেএম মজিবর রহমান ও অ্যাড. বজলুর রহমান।
জয়পুরহাট আদালতের সরকারি আইনজীবী (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
রাশেদুজ্জামান/এফএ/জেআইএম