তাহিরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০


প্রকাশিত: ১১:১৪ এএম, ৩১ মে ২০১৭
প্রতীকী ছবি

পাওনা টাকাকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ বেধড়ক লাঠিপেটা ও ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। বুধবার বেলা ১১টায় তাহিরপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত মুজিব নুর (৩৮), আব্দুল আউয়াল (৫২), তুহিন মিয়াকে (৩৮) জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিসা নিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাহিরপুর বাজারের চাউল ব্যবসায়ী রতনশ্রী গ্রামের এনামুল হক ও ভাটি তাহিরপুর গ্রামের ছুরত মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে বুধবার সকালে তাহিরপুর বাজারে এসে উভয়পক্ষ সংঘর্ষে জগিয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রাজু আহমেদ রমজান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।