জামালপুরে দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ


প্রকাশিত: ১০:০৩ এএম, ১২ মে ২০১৫

‘দুর্নীতিমুক্ত ও সুশাসিত দেশ গঠনে চাই তরুণদের সচেতন ও সোচ্চার ভূমিকা’ এ শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টির লক্ষ্যে জামালপুরে দুর্নীতিবিরোধী শপথ অনুষ্ঠান করেছে টিআইবি। মঙ্গলবার জামালপুরের রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দুর্নীতিবিরোধী শপথ করানো হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের যৌথ আয়োজনে মঙ্গলবার দুপুরে জামালপুর পৌর এলাকার রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। আর এ শপথ বাক্য পাঠ করান ওই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ভাবনা আক্তার মিম।

সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর সচেতন নাগরিক কমিটির সদস্য সুকুমার চৌধুরী স্বপন, একে এম আশরাফুজ্জামান স্বাধীন, রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আনিছুজ্জামান, মো. পলাশ মিয়া, ফিরোজা ইয়াসমিন, টিআইবির এরিয়া ম্যানেজার মো. হাবিবুর রহমান নোমান, ইয়েস গ্রুপের দলনেতা আসমাউল আসিফ আকন্দ, মেহেদী হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের কৃষক কখনো দুর্নীতি করেনা। শিক্ষিত মানুষেরাই দুর্নীতি করে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত নাগরিক। তাদের মাঝে এখন থেকেই দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টি হয় সে জন্যই এই দুর্নীতিবিরোধী শপথের আয়োজন। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই এই দুর্নীতিবিরোধী শপথ পাঠ করানো হবে।
 
শুভ্র মেহেদী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।