খাগড়াছড়িতে যুবকের মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি জেলা সদর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল যৌথ খামার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ওই যুবকের আনুমানিক বয়স ২৪/২৫ বছর। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি রাস্তার পাশে ফেলে যেতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/পিআর