জামালপুরে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ
বিড়ির ওপর প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহার, বিড়ি শিল্পের প্রতি বিমাতাসুলভ আচরণ বন্ধসহ ৫ দফা দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিড়ি শ্রমিকরা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার বিকেলে শহরের ফেরিঘাট এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিড়ি শ্রমিকরা।
এ সময় প্রায় আধাঘণ্টা জামালপুর-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধ চলাকালে বিড়ি শ্রমিকরা বলেন অর্থমন্ত্রীর ‘২ বছরের মধ্যে বিড়ি বিদায় করতে চাই’ এই বক্তব্য বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠিকে কর্মহীন করার ষড়যন্ত্রকে উস্কে দিচ্ছে। এ সময় বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক নেতা নাজিম উদ্দিন, শাকিল আহমেদ ও ওমর ফারুক প্রমুখ।
শুভ্র মেহেদী/এএম