বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ০২ জুন ২০১৭

নাটোরের বড়াইগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি নামক স্থানে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪৭৩৪৮) একটি বাসের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষ হয়।

এতে লালপুর উপজেলাধীন কদিমচিলান গ্রামের আলতাব হোসেনের ছেলে ভ্যানচালক সবুজ (৩৫) নিহত হন। এসময় একই গ্রামের ভ্যান-যাত্রী মেহের আলীর ছেলে ফজলু (৪০) ও রফিক উদ্দিনের ছেলে রাকিবুল গুরুতর আহত হয়।

এদিকে বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে বনপাড়া হাটি-কুমরুল মহাসড়কের আগ্রান এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী অপর একটি আম বোঝাই একটি ছটো ট্রাক পেছন থেকে ওই ট্রাককে ধাক্কা দেয়।

এতে ছোট ট্রাকের হেলপার আয়নাল হক (৩০) ঘটনাস্থলেই নিহত হয় ও ডাইভার আহত হয়। আহতদের রাজশাহীর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ছোট ট্রাকের (ঢাকা মেট্রো-ন ১৭-২৬৬০) সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুন নুর দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।