ছাত্রীকে বকা দেয়ায় প্রধান শিক্ষককে মারপিট


প্রকাশিত: ০২:১৭ পিএম, ১২ মে ২০১৫

জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙচুর করে প্রধান শিক্ষক খায়রুল ইসলামকে (৪৫) বেধড়ক মারপিট করেছে এক ছাত্রীর আত্মীয়স্বজন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে গঙ্গাদাসপুর গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী মৌসুমি শ্রেণিকক্ষে দুষ্টমি করছিলো। এসময় স্কুলের সহকারী শিক্ষক আলী আহাম্মদ মৌসুমিকে ডেকে বকা দেয়। এরপরও মৌসুমি দুষ্টমি করতে থাকলে ওই শিক্ষক তাকে মারপিট করে।

এ সময় মৌসুমি কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে যায়। বিকেলে মৌসুমির বাবা তার অপর দুই ভাই ওমেদুল ইসলাম ও আশাদুল ইসলামকে সঙ্গে নিয়ে স্কুলে হামলা করে এবং তারা প্রধান শিক্ষক খায়রুল ইসলামের কক্ষ ভাঙচুরসহ তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনায় বর্তমানে গ্রামটিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সালাউদ্দীন কাজল/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।