গুরুদাসপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু


প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৩ জুন ২০১৭

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে কাবিল উদ্দিন (২৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি সড়কপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত কাবিল একই এলাকার মৃত বুদ্দুস আলীর ছেলে।ৎ

এলাকাবাসী জানায়, রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় কাবিল উদ্দিন নিজ বাড়িতে বারান্দায় বসেছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তার শরীর ঝলসে যায়।

দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজাউল করিম রেজা/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।