লংগদুতে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ
লংগদুতে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমানের নির্দেশনায় লংগদু সেনা জোন এমন উদ্যোগ নিয়েছেন।
লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আবদুল আলিম চৌধুরী ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মুজাহিদুল ইসলামের নেতৃত্বে গতকাল শনিবার সকাল থেকে সেনাবাহিনী ক্ষতিগ্রস্থ পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের মাঝে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করছে।
সেনাবাহিনীর এমন উদ্যোগের পর ঘটনার পরপরই বিভিন্নস্থানে চলে যাওয়া পাহাড়িরা ফিরতে শুরু করেছে। যারা বসতবাড়ি হারিয়েছে তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অবস্থান নিয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত পাহাড়িদের খাদ্য প্রদানের জন্য কয়েকটি পয়েন্ট খোলা হয়েছে জানিয়ে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মুজাহিদুল ইসলাম জানান, সেসব পয়েন্ট থেকে পাহাড়িদের মাঝে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। লংগদুর পরিস্থিতি শান্ত দাবি করে তিনি বলেন, পুরো লংগদু উপজেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল নামক এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের লাশ উদ্বার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে লংগদুতে নয়নের লাশ পৌঁছলে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। একইদিন লংগদুতে পাহাড়িদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/এমএস