ঐতিহ্যবাহী সদশহরা গঙ্গাস্নানে মানুষের ঢল


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৪ জুন ২০১৭

জয়পুরহাটে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী সন্ন্যাস ও দশহরা গঙ্গাস্নান উৎসব। রোববার সকাল থেকে রাতব্যাপী চলবে এই উৎসব।

রোববার সকালে সুখ-শান্তি ও মানুষের কল্যাণ আর সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে জেলার ছোট যমুনা নদীর দোয়ানী ঘাটে সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গাস্নান এবং নাম ও লীলা কীর্তনের মধ্যে দিয়ে দেবী দশহারার চরণে অঞ্জলী দিয়ে প্রার্থনা করছেন। যেন দেশ থেকে সকল অনাচার দূর হয়ে যায়।

জানা যায়, প্রায় ২০০ বছর আগে এই এলাকায় দেবী দশহরার পূজার প্রচলন করেছিলেন শ্রী রাম লাল মালি। সেই থেকে শুক্লপক্ষের দশম তিথিতে ঐতিহ্যবাহী শ্রী শ্রী সন্যাস ঠাকুর ও দশহরা দেবীর পূজা করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। গীতা পাঠ, কীর্তন এবং গঙ্গাস্নানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এই উৎসব পালন করে।

এদিকে, সন্ন্যাস ও দশহরা গঙ্গাস্নান উৎসব উপলক্ষে মন্দিরের চার পাশে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীন মেলা। মেলায় মিঠাই-মন্ডা, খেলনা, পূজা সামগ্রী, তৈজসপত্রসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আর ঐতিহ্যবাহী নাগরদোলা, চরকি দোলাসহ শিশু-কিশোরদের নানা বিনোদন ব্যবস্থা মেলাকে যেন সাজিয়েছে ভিন্ন এক সাজে।

gongasan

উৎসবে আসা ভক্ত জয়পুরহাট পৌর এলাকার অশোক কুমার ঠাকুর, সুনিল ঠাকুর ও দোয়ানীঘাটের থিয়ট গ্রামের মাধুরী ভক্ত জানান, তারা দেবীর কাছে প্রার্থনা করেছেন দেশ যেন সকল সাম্প্রদায়িকতার ঊর্ধ্ব থেকে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা মা-মাটির দেশে পরিণত হয়।

উৎসব কমিটির সভাপতি প্রদীপ কুমার বলেন, বংশ পরম্পরায় চলে আসা এ পূজাকে কেন্দ্র করে অত্র এলাকার মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ভক্তদের আগমনে পূজা প্রাঙ্গণ হয়ে উঠেছে উৎসবমুখর। চিরায়ত বাংলার লোকসংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় এমন গ্রামীন আয়োজন।

রাশেদুজ্জামান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।