বাজার স্থিতিশীল রাখতে বেঙ্গল সুগার মিলের চিনি বিক্রি শুরু


প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৪ জুন ২০১৭

পবিত্র রমজান মাসে চিনির বাজার স্থিতিশীল রাখতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল ভ্রাম্যমাণ দোকানের (ট্রাকে করে) মাধ্যমে খোলা বাজারে প্যাকেটজাত চিনি বিক্রি শুরু করেছে। মিলের থামানো ট্রাক থেকে সাধারণ মানুষ লাইন ধরে চিনি ক্রয় করছেন।

শনিবার সকালে উপজেলার লালপুর বাজারে মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের মাঝে প্যাকেটজাত চিনি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, লালপুর থানা পুলিশের ওসি আবু ওবায়েদ, মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রাকিবুর রহমান খান, মহাব্যবস্থাপক (কারখানা) সৈয়দ আবু বকর, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল্লাহ, মহাব্যবস্থাপক (কৃষি) আব্দুস সেলিম, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (সংস্থাপন) আকতারুজ্জামান প্রমুখ। নর্থ বেঙ্গল সুগার মিলে উৎপাদিত প্রতি এক কেজি প্যাকেট চিনি ৬৫ টাকা করে বিক্রি করা হয়।

মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, রোজার মাসজুড়ে মিল জোনের বিভিন্ন স্থানে ট্রাক থামিয়ে খুচরা মূল্যে চিনি বিক্রয় করা হবে। যাতে ব্যবসায়ীরা চিনির বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে।

রেজাউল করিম রেজা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।