খাগড়াছড়িতে সোমবার আধাবেলা সড়ক অবরোধ


প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৪ জুন ২০১৭

খাগড়াছড়ির দীঘিনালায় আটক নেতাকর্মীদের মুক্তি এবং রাঙ্গামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িতে হামলার প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।

সোমবার এ কর্মসূচির ডাক দিয়েছে পার্বত্য শান্তি চুক্তিবিরোধী ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

রোববার সন্ধ্যায় পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দফতর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
সোমবারের অবরোধ সফল করার জন্য সব যানবাহন (বাস, ট্রাক, মিনিবাস, জিপ, অটোরিকশা, মাহেন্দ্র) সমিতিকে যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও জরুরি ওষুধবাহী যান এবং সব পরীক্ষার্থী সড়ক অবরোধের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়।

রোববার দীঘিনালায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বিনা উসকানিতে আইন শৃঙ্খলা বাহিনী হামলা চালিয়ে দীঘিনালা উপজেলা পিসিপির সভাপতি নিকেল চাকমা ও সাধারণ সম্পাদক জীবন চাকমাকে আটক করেছে বলেও অভিযোগ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

মুজিবুর রহমান ভূঁইয়া/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।