দীঘিনালা-লংগদু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৪ জুন ২০১৭

অতিরিক্ত কাঠবোঝাই একটি ট্রাকের ভারে বেইলি সেতু ধসে পড়ে খাগড়াছড়ির দীঘিনালা- লংগদু সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার  রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে এ সড়ক দিয়ে যাতায়াতকারী স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন।

সেতুটি ধসে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।

স্থানীয় সূত্র জানায়, চোংড়াছড়ি এলাকা থেকে অতিরিক্ত কাঠবোঝাই একটি ট্রাক সেতুটিতে ওঠার পর সেতুটি ভেঙে ধসে পড়ে। এতে কাঠবোঝাই ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।