মানিকছড়িতে ট্রলিচাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৫ জুন ২০১৭
প্রতীকী ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে ট্রলিচাপায় মো. আব্দুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার তিনটহরী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুর রহমান মানিকছড়ির খাড়িছড়ার বাসিন্দা আব্দুল বারেক সর্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আবদুর রহমান খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে অাব্দুর রহমানকে চাপা দেয়। ঘটনার পর থেকেই ট্রলিচালক পলাতক।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে মানিকছড়ি মেডিকেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, পুলিশ ট্রলিটি আটক করলেও চালক পলাতক রয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।