ইমামকে মারধরের প্রতিবাদে প্রতিপক্ষের বাড়ি-ঘর ভাঙচুর


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০৫ জুন ২০১৭

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হুরমুজ আলী নামে মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন প্রতিপক্ষরা।

এই ঘটনার প্রতিবাদে প্রতিপক্ষ তোপা মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এলাকাবাসী। গতকাল রোববার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে প্রতিবেশী তোপা মিয়ার সঙ্গে ২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো স্থানীয় মসজিদের ইমাম হুরমুজ আলীর।

রোববার ওই বিরোধপূর্ণ জমিতে ঘর উঠানোর প্রস্ততি নেয় ইমাম হুরমুজ আলী। এ নিয়ে ওই দিন বিকেলে দু`পক্ষের মধ্যে বাকবিতণ্ড শুরু হলে এক পর্যায়ে তোপা মিয়ার সমর্থকরা হামলা চালিয়ে হুরমুজ আলীকে পিটিয়ে রক্তাক্ত করে।

গুরুতর আহত অবস্থায় হুরমুজ আলীকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার পর তোপা মিয়ার বাড়ি-ঘরে হামলা চালিয়ে সবকিছু গুঁড়িয়ে পরিবারসহ উচ্ছেদ করে দেয়।

এ ঘটনায় সোমবার ইমাম হুরমুজ আলী বাদী হয়ে তোপা মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

শুভ্র মেহেদী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।