অবৈধভাবে বালু উত্তোলন : যমুনায় ৬টি ড্রেজার জব্দ


প্রকাশিত: ১০:১৪ এএম, ০৫ জুন ২০১৭

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়টি ড্রেজার ও বেশ কিছু পাইপ জব্দ। সোমবার দুপুরে শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম কবির এ অভিযান পরিচালনা করেন।

উপজেলার নিহালপুর ও তেওতা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের সময় ড্রেজার মালিক ও তাদের নিয়োজিত লোকজন পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোলাম কবির জানান, ড্রেজারসহ জব্দকৃত মালামাল নিলামে বিক্রি অথবা পুড়িয়ে ফেলা হবে।

প্রসঙ্গত, শিবালয়ে যমুনা নদীর বেশ কয়েকটি পয়েন্টে স্যালো মেশিনের ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ক্ষমতাসীন দলের স্থানীয় বেশ কয়েকজন নেতা। এসব ড্রেজার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চললেও ব্যবসা বন্ধ হয়নি।

বি.এম খোরশেদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।