জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৫ জুন ২০১৭

‘প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে’ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিনামূল্যে ফলজ, ওষুধি ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোকাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, ডা. সরদার রাশেদ মোবারক ও জেলা শিক্ষা অফিসার ইব্রাহীম খলিলুল্লাহ বক্তব্য দেন।

পরে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিনামূল্যে ফলজ, ওষুধি ও বনজ গাছ বিতরণ করা হয়।

রাশেদুজ্জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।